মোঃ রায়হান চৌধুরী
জীবন মানে একাকিত্ব ;
অঝোর খুশির বাঁধ,
ছুটেচলা, সেতো নিত্য দিনের
সম্ভাবনার স্বাধ।
জীবনে আছে গোধুলি
স্বপ্ন আর খুনসুটি।
পিছু ফিরে না তাকিয়ে,
চলছি আমি বেশ,
স্বপ্ন টা আজ না পেরিয়ে,
কোথায় যেন শেষ।
সম্পর্ক আর মায়ার টানে
সত্যি যেন যাচ্ছি চলে
অজানা দিগন্তের পানে।
মুসাফির সাজে আমি,
যাচ্ছি কোথা স্রষ্টা জানে।
যাচ্ছি আমি যাচ্ছি চলে
অজানা এক মায়ার টানে।